ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় সাবমেরিন মেরামত কারখানায় বিস্ফোরণে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
দ. কোরিয়ায় সাবমেরিন মেরামত কারখানায় বিস্ফোরণে নিহত ১

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় সাবমেরিন মেরামত কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়ংহাপ এ তথ্য জানিয়েছে।

দেশটির সামরিক এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ গিয়ংসাঙ প্রদেশের জেনিতে অবস্থিত ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

এ সময় ছোট আকারের একটি সাবমেরিন মেরামত করা হচ্ছিলো। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এদিকে বিস্ফোরণের সময় আহত অবস্থায় পানিতে পড়ে যান ২জন। তারা এখনো নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।