ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৫০

ঢাকা: তুরস্কে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক লোক।

স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে দেশটির সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপে এ হামলা চালানো হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যমগুলো জানায়, এটাকে আত্মঘাতী সন্ত্রাসী হামলা মনে করছে প্রশাসন। এ হামলার নিন্দাও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

তবে কারা এ হামলা চালিয়েছে এবং হামলার কারণ ও লক্ষ্য সম্পর্কে তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা ও উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এটাকে বর্বর হামলা আখ্যা দিয়ে বলেন, আমরা এ ধরনের সন্ত্রাসকে রুখে দেবো।

আরেক নেতা টুইটার বার্তায় দাবি করেন, এ হামলার পেছনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থাকতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬/আপডেট: ০৬২৫ ঘণ্টা/আপডেট ০৯২৯ ঘণ্টা/আপডেট ১৪২১ ঘণ্টা
ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।