ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সেখানে বিস্ফোরণ ও গুলির আওয়াজও শোনা গেছে।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ওই ক্যাম্পাসে অনেকে আটকা পড়েছেন। সন্ত্রাসীরা ক্যাম্পাসে প্রবেশের পর গুলি চালায়। এর আগে তারা বোমা বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থলের উদ্দেশ্যে সরকারি বাহিনী পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।