ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
কাবুলে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ১৪

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় এক গার্ড নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় সেখানে বিস্ফোরণ ও গুলির আওয়াজ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলার কারণে ক্যাম্পাসে অনেকে আটকা পড়েছেন। এছাড়া সেখানে সন্ত্রাসীরাও রয়েছেন। তবে তাদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, হামলার পরপরই চিরুনি অভিযান শুরু করেছে আফগান নিরাপত্তা বাহিনী। তবে এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ।

এরআগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়ক থেকে অপহরণ হয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপক। এখনো তাদের উদ্ধার করা যায়নি। মার্কিন এ বিশ্ববিদ্যালয়টি চালু হয় ২০০৬ সালে। এখানে ছাত্রের সংখ্যা ১৭০০।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসআর

** কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।