ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ৭

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার রক্তাত্ত অবসান হয়েছে। হামলার ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো ৩০ জন। নিহতদের একজন নিরাপত্তারক্ষী বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কাবুল পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমি জানান, হামলাকারী দু’জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।  ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাতশ’ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।  

সন্ত্রাসী ওই হামলার ঘটনায় কয়েকজন বিদেশি শিক্ষকও আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।  

নিহত সাতজনের মধ্যে হামলাকারীরা অর্ন্তভুক্ত কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। জানা যায়নি বাকি নিহতদের পরিচয়ও।

২০০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি মার্কিন কারুকুলামে লিবারেল আর্টস কোর্স পরিচালনা করে আসছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।  

এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়ক থেকে অপহরণ হয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপক। এখনো তাদের উদ্ধার করা যায়নি।  

**কাবুলে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ১৪​
** কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।