ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ইতালির ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯১ সংগৃহীত

ঢাকা: ইতালির মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।



শনিবার (২৭ আগস্ট) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি জানাচ্ছে এ তথ্য।

নিহতদের মধ্যে আমেত্রিক নগরীতেই ২৩০ জন। আরকোয়াটোয় ৪৯ জন এবং আকুমলিতে ১১ জন রয়েছে।

সংস্থাটি জানায়, ২৩৮ জনকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং ২১০০ জন মানুষ বাস্তভিটা হারিয়েছে।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন রোমানিয়ান রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অনন্ত ১৬ জন।
 
ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে একদিনের জাতীয় শোক পালন করছে দেশটির সরকার।

এ শোক উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্যতম শহর আরকোয়াটো এলাকায় নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। দেশটির একটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা বলবৎ রয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে শক্তিশলী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।