ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএস’র শীর্ষ নেতা আদনানির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
সিরিয়ায় আইএস’র শীর্ষ নেতা আদনানির মৃত্যু

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম নীতি নির্ধারক ও শীর্ষ পর্যায়ের নেতা আবু মুহাম্মদ আল-আদনানির মৃত্যু হয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোতে তার মৃত্যু হয়।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

বুধবার (৩১ আগস্ট) আইএস’র কথিত মুখপত্র আমাকের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে, পেন্টাগন আদনানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাব শহরে আইএসের শীর্ষ ওই নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে।

এরআগে যুক্তরাষ্ট্র আদনানিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাকে ধরতে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।