ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জাপানেও আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দিয়ানমু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
জাপানেও আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দিয়ানমু

টোকিও: দক্ষিণ কোরিয়ার পর বৃহস্পতিবার জাপানের উত্তরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দিয়ানমু।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে, স্থানীয় সময় বিকাল পাঁচটায় উত্তরের হোনশু দ্বীপের আকিতাতে ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানে।

এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার। জাপান সাগরের উত্তরপূর্বাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি জাপানে আঘাত করেছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধস হতে পারে বলে আবহাওয়া সংস্থা থেকে সতর্ক করা হয়। একইসঙ্গে ঢেউ পাঁচ মিটার পর্যন্ত উচু হতে পারে বলেও জানায়।

একইসঙ্গে জাপানের উত্তরপূর্বে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটারে পৌঁছাবে বলে জানানো হয়।

এরআগে দক্ষিণ কোরিয়ায় এ ঘূর্ণিঝড়ের আঘাতে পাঁচজন নিহত হয়।  

ঘূর্ণিঝড় দিয়ানমু বুধবার কোরীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ উপকূলে আঘাত হানে এবং জাপানের দিকে অগ্রসর হওয়ার আগে এর প্রভাবে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে পাঁচজন নিহত হওয়াসহ দেশটির ডজনের মত ফাইট বাতিল করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad