ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কার্বন নিঃসরণ কমানোর চুক্তিতে যুক্তরাষ্ট্র-চীনের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
কার্বন নিঃসরণ কমানোর চুক্তিতে যুক্তরাষ্ট্র-চীনের অনুমোদন ছবি: সংগৃহীত

ঢাকা: অনেক ‍আলোচনা-বৈঠকের পর অবশেষে প্যারিস জলবায়ু চুক্তিতে অনুমোদন দিলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন। এ চুক্তির লক্ষ্য কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি নিচে রাখা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বেইজিং চুক্তিটিতে অনুমোদন দেওয়ার কিছুক্ষণ পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকেও একই ঘোষণা দেওয়া হয়। গত ডিসেম্বরে প্যারিস জলবায়ু সম্মেলনে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ জলবায়ু চুক্তিটি স্বাক্ষরিত হয়।  

এটি আইনে পরিণত হতে কমপক্ষে ৫৫টি দেশ আইনসভার অনুমোদন লাগবে, যারা সারাবিশ্বের ৫৫ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী।  

যুক্তরাষ্ট্র-চীনের আগে ২৩টি দেশ এ চুক্তিতে অনুমোদন দেয়। তবে তারা মোট কার্বন নিঃসরণের মাত্র ১ শতাংশের জন্য দায়ী। আর যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে দায়ী ৪০ শতাংশ কার্বন নিঃসরণের জন্য।  

জি-২০ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চীন সফরের মধ্যে বেইজিং-ওয়াশিংটনের এ সিদ্ধান্তের খবর এলো। চুক্তিটিতে অনুমোদন দেওয়ার বিষয়ে ওবামা বলেন, ইতিহাস এই দিনটিকে চিরস্মরণ রাখবে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।