ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় পৃথক স্থানে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
সিরিয়ায় পৃথক স্থানে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পৃথক পাঁচটি স্থানে বিস্ফোরণ ও বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, বিস্ফোরণ স্থানগুলোর মধ্যে রাশিয়ার একটি নৌঘাঁটি রয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর টারটাসে দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া হোমস, দামেস্ক ও হাসাকা শহরে পৃথকভাবে বিস্ফোরণের ঘটনায় সব মিলিয়ে ৪০ নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এসব বিস্ফোরণে মধ্যে গাড়ি বোমা হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা রয়েছে। এর মধ্যে হাসাকা শহরের হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

** সিরিয়ায় পৃথক ৪ স্থানে বিস্ফোরণ, নিহত ১৮

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেডএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।