ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে টাইফুন মিরান্তি’র তাণ্ডবে নিহত ৭, নিখোঁজ ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
চীনে টাইফুন মিরান্তি’র তাণ্ডবে নিহত ৭, নিখোঁজ ৯

ঢাকা: চীনে টাইফুন ‘মিরান্তি’র তাণ্ডবে সাতজন নিহত হয়েছেন। এতে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত নয়জন।

‘মিরান্তি’ প্রথমে তাইওয়ানে পরে গতিপথ পরিবর্তন হয়ে চীনে আঘাত হনে। বর্তমানে ‘মিরান্তি’ নিষ্ক্রিয় রয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

মিরান্তি’র তাণ্ডবে চীনের পূর্বাঞ্চলে ফসলের ব্যাপক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে।  রাস্তা-ঘাট, পুল-কালভার্ট বিপর্যস্ত হয়ে পড়েছে।  প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।  চলতি বছর এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়।

চীনের মূল ভূখণ্ডে আঘাত হানার সময় এর বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২৩০ কিলোমিটার, যা সর্বোচ্চ ২৮০ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে টাইফুনটি চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে আঘাত হানে। সকালে ঘুম থেকে ওঠার পর স্থানীয়রা সড়কের ওপর ‘মিরান্তির’ তাণ্ডব প্রত্যক্ষ করেন। শুধু তাই নয়, উপকূলীয় এলাকায় ঘরের জানালায় বাতাসের তীব্র ঝাপটা রাতভর এর দাপটের জানান দিয়েছে।

** তাইওয়ানের পর চীনে টাইফুন ‘মিরান্তি’র তাণ্ডব

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।