ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে সাধারণ নির্বাচন ৭ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০
মিয়ানমারে সাধারণ নির্বাচন ৭ নভেম্বর

ইয়াঙ্গুন: দুই দশক পরে নির্বাচনের পথে হাটতে যাচ্ছে সেনা শাসিত মিয়ানমার। আগামী নভেম্বরের সাত তারিখে নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে দেশটির সামরিক সরকার।

একজন উচ্চ পদস্থ কর্মকর্তার বরাত দিতে দেশটির গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

২০০৮ সালের সংবিধান অনুযায়ী সংসদের এক চতুর্থাংশ আসন থাকবে সেনাবাহিনীর হতে।

তবে এ নির্বাচনে প্রায় দুই দশক কাল যাবত গৃহবন্দী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি অংশ নিতে পারছেন না। বর্তমানে সাজা ভোগ করতে থাকায় তিনি এ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সর্বশেষ ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বড় ধরনের জয় পেলেও সামরিক জান্তা সরকার তাকে রাষ্ট্রক্ষমতায় বসতে দেয় নি।

তবে নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে বিরোধী শিবিরে এরই মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

নেত্রী অং সান সূচীসহ একটি পক্ষ নির্বাচন বর্জনের কথা বলেছে, অপরপক্ষ নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।