ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইফতারে যোগ দিচ্ছেন ওবামা: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০
ইফতারে যোগ দিচ্ছেন ওবামা: হোয়াইট হাউস

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার সন্ধ্যায় ইফতারে অংশ নিতে যাচ্ছেন। হোয়াইট হাউস সূত্রে একথা জানা গেছে।



হোয়াইট হাউসের খাবার-ঘরে ওবামা ইফতারের আয়োজন করেছেন বলে তাঁর মুখপাত্র জানান।

এর আগে, ২০০৯ সালের সেপ্টেম্বরেও ওবামা মুসলিমদের ঐতিহ্যবাহী ইফতার যোগ দেন। এ সময় ইসলামকে তিনি যুক্তরাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন।

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে বারাক ওবামা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা যে বিশ্ব গড়ে তুলতে চাই এবং যে পরিবর্তন আনতে চাই, তা প্রথমে অবশ্যই আমাদের নিজেদের হৃদয় ও সম্প্রদায় থেকে শুরু করতে হবে। ”

ওবামা আরও বলেন, “যুক্তরাষ্ট্রে রমজান আমাদের এ কথাই মনে করিয়ে দেয় যে, ইসলাম সব সময়ই যুক্তরাষ্ট্রের একটি অংশ এবং এ দেশের মুসলমানরা আমাদের দেশে অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।