ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

কোয়েটা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীরা হামলা করে ১০ জনকে গুলি করে হত্যা করেছে। কর্মকর্তারা শনিবার একথা জানান।



শুক্রবার রাতে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বের আব-ই-গামে এ ঘটনা ঘটে।

প্রদেশের স্বরাষ্ট্র বিভাগের শীর্ষ কর্মকর্তা আকবর হোসেন দুরানি বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘আব-ই-গাম এলাকায় ৩০-৩৫ সদস্যের একদল বন্দুকধারী বাসটির গতিরোধ করে। তারা বন্দুকের ভয় দেখিয়ে যাত্রীদের বাস থেকে নামিয়ে আনে এবং ১০ জনকে গুলি করে হত্যা করে। ’

লাহোর থেকে বাসটি কোয়েটার দিকে যাচ্ছিল। নিহত সবাই পাঞ্জাবি ভাষায় কথা বলতো বলেও জানান দুরানি।

আব-ই-গাম এলাকার স্থানীয় অপর এক কর্মকর্তা ইসমাইল কুর্দ এ হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

অপর আরেকটি ঘটনায় শনিবার মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি কোয়েটাতে ছয়জনকে হত্যা করে বলে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হামিদ শাকেল বার্তা সংস্থা এএফপিকে জানান।

তবে এখনও কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

উল্লেখ্য, রাজনৈতিক স্বশাসন ও এ অঞ্চলের তেল ও গ্যাসের মত প্রাকৃতিক সম্পদের বড় ধরনের লভ্যাংশের দাবিতে ২০০৪ সালে বেলুচ বিদ্রোহীদের উত্থান ঘটে। এর পর থেকে এ অঞ্চলে এ পর্যন্ত শত শত মানুষ নিহত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।