ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মিরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০
ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মিরে বিক্ষোভ

শ্রীনগর: ভারতশাসিত কাশ্মিরের মুসলমানরা রোববার বিক্ষোভ করেছে। এসময় তারা কাশ্মিরের স্বাধীনতার পক্ষে শ্লোগান দেয়।

ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মিরে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। কাশ্মিরের মুসলমানরা দীর্ঘদিন ধরে ভারতের শাসনের বিরোধিতা করে আসছে।

গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মিরে ৬ জনের মৃত্যুর পর সেখানে উত্তেজনা চরম আকার ধারণ করে। পরে স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরই মধ্যে কাশ্মিরে ওই বিক্ষোভ হলো।

বিক্ষোভকারীরা ‘ফ্রিডম ফর কাশ্মির’- বলে স্লোগান দেয়। এসময় গুলি বর্ষণকারী সেনাদের শাস্তি না হওয়া পর্যন্ত নিহতদের সমাহিত করতে দেওয়া হবেনা বলে তারা দাবি জানায়।

এদিকে কাশ্মিরের গভর্নর এনএন ভোরা বিক্ষোভকারীদের দমনে কৌশল পরিবর্তন নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি সাধারণ মানুষের নিরাপত্তার ওপর জোর দেন।

গত দুই বছরে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ও মুসলিম অধ্যুসিত এলাকায় স্বাধীনতাপন্থী বেশ কিছু বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

এর আগে, ১১ জুন শ্রীনগরে পুলিশের গুলিতে এক স্কুলছাত্র নিহত হওয়ার পর নতুন করে সহিংসতায় দেখা দেয়।

মুসলমান সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরের শ্রীনগরের বিক্ষোভকারীরা গত দুই দশক ধরে নয়া দিল্লির শাসনের বিরোধীতা করে আসছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৪ ঘণ্টা, আগষ্ট ১৫,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।