ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুল নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ইস্তাম্বুল নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আটক

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আবদুলকাদের মাশারিপভকে আটক করা হয়েছে। উজবেক এই নাগরিককে ইস্ত‍াম্বুলের ইসেনিউর্ট থেকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, নববর্ষ উদযাপন অনুষ্ঠানে রেইনা নাইটক্লাবে দুর্বৃত্তরা হামলা চালালে ৩৯ ব্যক্তি মারা যান। ওই ঘটনায় আবদুলকাদের মাশারিপভ জড়িত ছিলো।



এতে ফ্রান্স, তিউনিশিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান এবং সৌদি আরবের অধিবাসীরা জখম হন। হামলার পরে আইএস-এর দায় স্বীকার করে। তারা বলে, তুরকি সেনাদের বিরুদ্ধে এটা তাদের প্রতিশোধ।

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।