ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

সমুদ্র সৈকতে আটকে পড়া ৩০০ তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
সমুদ্র সৈকতে আটকে পড়া ৩০০ তিমির মৃত্যু আটকে পড়া তিমির মৃত্যু, ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে আটকে পড়া ৩০০ তিমির মৃত্যু হয়েছে। এখনও প্রায় আরও ১০০ তিমি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় বাসিন্দা ও প্রাণি সংরক্ষণ কর্মকর্তারা এ তথ্য জানান।

খবরে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাতে দেশটির দক্ষিণ দ্বীপ সংলগ্ন সৈকতে একযোগে তিমিগুলো আটকা পড়ে।

শুক্রবার সকাল থেকে আটকে পড়া তিমিগুলো উদ্ধার শুরু করেন স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। জীবিত হওয়া উদ্ধার হওয়া তিমিগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়।

সৈকতে আটকে পড়া তিমি, ছবি: সংগৃহীতহঠাৎ করে শত-শত তিমি সৈকতে আটকে পড়ে মৃত্যুর কারণ সঠিকভাবে বিশেষজ্ঞরাও বলতে পাচ্ছেন না। জোয়ারের সময় তারা তীরে আসে, ভাটির টানে খেই হারিয়ে ফেলে তিমিগুলো চড়ায় আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।

সৈকতে ৪১৬টি তিমি আটকা পড়েছিলো বলে জানায় দেশটির সামুদ্রকি স্তন্যপায়ী দাতব্য প্রকল্প জোনাহ।

সংরক্ষণ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক অ্যান্ডু লামাসন জানান, নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে এটি অন্যতম বড় তিমি আটকে পড়ার ঘটনা।

নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি, ছবি: সংগৃহীতস্বেচ্ছাসেবক অ্যানা ওয়াইলস বলেন, কিছু তিমি ফের পানিতে ভাসিয়ে দেওয়া হলে তারা আগের স্থানেই ফিরে আসে এবং সৈকতের মানুষ তিমিগুলোকে গভীর পানিতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে।

২০১৫ সালে ফেব্রুয়ারিতে একইস্থানে প্রায় ২০০ তিমি আটকা পড়েছিলো। এরমধ্যে প্রায় ১০০ তিমির প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭/আপডেট: ১৪৪৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।