ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন ভূমিকম্পের প্রতীকী ছবি

শক্তিশালী ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৩ মিনিটে (আন্তর্জাতিক সময় মান ২টা ৩ মিনিটে) এ ভূমিকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ফিলিপাইনের মুবুয়া সমুদ্র সৈকত থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে মাত্র ১০ দশমিক ৮ কিলোমিটার এবং সুরিগাও শহর থেকে দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটা দূরে।

যা ভূপৃষ্ঠ থেকে ২৭ দশমিক ২৯ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কথ‍া বলা হলেও পরে ইউএসজিএস জানায়, ফিলিপাইনের এ ভূকম্পনের তীব্রতা ছিলো ৬ দশমিক ৫।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭/ আপডেট: ২০৪৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।