ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভারতের ৭৪ সেনা সদস্য পাকিস্তানের কারাগারে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
‘ভারতের ৭৪ সেনা সদস্য পাকিস্তানের কারাগারে’

পাকিস্তানের কারাগারে ভারতের অন্তত ৭৪ জন জওয়ান বন্দি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান ও বর্তমানে মোদী সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং।

ভি কে সিং বলেন, ২০০৭ সালে ভারতের একটি প্রতিনিধিদল পাকিস্তানের জেলগুলো ঘুরে দেখে। তখনও ওইসব জওয়ানের কোনো খোঁজ মেলেনি।

কিন্তু ভারত সরকার বারবারই ওই ইস্যুটি পাকিস্তানের কাছে তুলে এনেছে।

নিখোঁজ ওই জওয়ানদের আটক রাখার খবর এখনও স্বীকার করেনি পাকিস্তান। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল জওয়ান চান্দু চহ্বানের ক্ষেত্রে। সম্প্রতি সার্জিক্যাল স্ট্রাইকের পরদিন অসাবধানতাবশত তিনি পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন। তখন তাকে বন্দি করা হয়। প্রথমে তা স্বীকার না করা হলেও পরে জানানো হয়।

রাজ্যসভায় এক লিখিত উত্তরে শুক্রবার একথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এছাড়াও বর্তমানে পাকিস্তান জেলে আটক রয়েছেন মোট ২০৮ ভারতীয়। এর মধ্যে ১৪৭ জন মৎসজীবী। এনিয়ে পাকিস্তানের কাছে জানাতে চাওয়া হয়েছে। ওইসব ভারতীয়দের দেশে ফেরানোর ‌চেষ্টা করছে সরকার, জনিয়েছেন ভি কে সিং।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।