ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পোটাস’র ঘুম নিয়ে কার্টুন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
পোটাস’র ঘুম নিয়ে কার্টুন (ভিডিও) স্লিপ ওয়েল... ডোনান্ড ট্রাম্প কার্টুন (সংগৃহীত)

পোটাস... যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এখন এই নামেই ডাকা হয়। প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস। হেনো কাণ্ড নেই যা হচ্ছে না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর খ্যাত দেশের এই নতুন প্রেসিডেন্টকে নিয়ে।

এবার প্রকাশিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুমের আগের করণীয় নিয়ে একটি কার্টুন। তবে সেটা স্রেফ মজা আর অনুমান নির্ভরতো বটেই।

স্টেফেন কোলবার্টের লেট শো, একটি কার্টুন এপিসোডে বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়, গভীর রাত, শুনশান চারিদিকে নিশাচর প্রাণীদের শব্দই শুধু কানে আসে। আলো-আধারিতে হোয়াইট হাউজ অনেকটা ভৌতিক লাগে। এরই মধ্যে ভেতরে একটি বেডরুমে আলো জ্বলছে... ডোনাল্ড ট্রাম্প নাইট গাউন পরে খাটের ওপর আধশোয়া। গায়ে লেপ বুক অবধি ঢাকা।

কক্ষে আরেকজন শর্টপ্যান্ট পরা, হাতে একটি বই মলাটে লেখা বেডটাইম উইথ ব্রেইটবার্ট। লোকটি আর কেউ নন স্বয়ং আমেরিকান কনজারভেটিব পাবলিশার ব্রেইটবার্ট। তার কণ্ঠেই প্রথম শোনা গেলো...

‘দ্যাটস হাউ দ্য ডেমোক্র্যাটস রেইজড মিলিয়নস অব মেক্সিকান ফ্রম দ্য ডেড টু ভোট অ্যাগেইন্সট ইউ’- গমগমে ভূতুরে কণ্ঠ তার।

ট্রাম্পের কণ্ঠে খুশির আমেজ- ‘ওয়েল আই লাভ দ্যাট ওয়ান...বেনি... আই অ্যাম গ্ল্যাড টু হ্যাভ ইউ অ্যাজ অ্যা ফ্রেন্ড’।

‘ইয়েস’ বলেই তড়াক করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন ব্রেইটবার্ট। একটু থেমে শ্লেষের উচ্চারণ- ‘ফ্রেন্ড’।

বেনি... বিনয়ের উচ্চারণ ট্রাম্পের কণ্ঠে।

গমগমে উত্তর- ‘ইয়েস মিস্টার প্রেসিডেন্ট’

কান্নাঝরা কণ্ঠ ট্রাম্পের- ইটস জাস্ট ওয়াই ডোন্ট দ্য সেলিব্রেটিস লাইক মি?

বলেই এঁহ এঁহ এঁহ সুরে কান্না জুড়ে দিলেন প্রেসিডেন্ট।

কণ্ঠ নরম হলো ব্রেইটবার্টের। ‘ওওওহ! ডনি... দে আর জাস্ট অ্যাফ্রেইড অব ইউ।

‘রিয়েলি!!!’ কান্না থামিয়ে বিষ্ময় ট্রাম্পের কণ্ঠে।

‘ইয়েজ! সান্ত্বনার স্বর ব্রেইটবার্টের। ‘দে থিংক ইউ আর আ বিগ পাওয়ারফুল ম্যান হু উইল ব্রিং অ্যান এন্ড টু দেয়ার ওয়ে অব লাইফ এন্ড অল লাইফ অন আর্থ। ’

‘অ্যাম আই রিয়েলি দ্যাট পাওয়ারফুল!!’ খুশির জিজ্ঞাসা ট্রাম্পের।

ব্রেইটবার্টের কথায়- ‘অফকোর্স আই অ্যাম!! নাও নাইট নাইট’ বলেই হাত নেড়ে বিদায় নিচ্ছিলেন তিনি। আর বললেন, ‘ডোন্ট লেট দ্য বেড বাগস বাইট’।

তখনই একটা ছাড়পোকা ট্রাম্পের কাঁধ বেয়ে উঠে আসে। আর দুচোখ বিষ্ফোরিত করে লম্বা জিভ বের করে ব্রেইটবার্ট তুলে নেন সেই ছাড়পোকাটি। আর সেটা মুখের মধ্যে নিয়ে কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলেন।

সেখানেই শেষ হয় লেট শো। (ভিডিও ইউটিউব থেকে)

বাংলাদেশ সময় ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।