ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের সামরিক শক্তি বৃদ্ধির ওপর নজর রাখছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
চীনের সামরিক শক্তি বৃদ্ধির ওপর নজর রাখছে তাইওয়ান

তাইপে: তাইওয়ান বলেছে তারা চীনের সামরিক শক্তি বৃদ্ধির ওপর নজর রাখছে। চীনের সেনাবাহিনী তাইওয়ানে অস্ত্র মওজুদের গড়ে তুলছে-যুক্তরাষ্ট্রে এধরনের এক প্রতিবেদেনের জবাবে তাইওয়ান মঙ্গলবার এ মন্তব্য করে।



তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ সে-তুই বার্তা সংস্থা এএফপিকে জানান, তাইওয়ানের বিরুদ্ধে চীনকে কোনো শক্তি প্রয়োগ করতে দেওয়া হবে না। আমরা জনগণকে এবিষয়ে আশ্বস্ত করতে পারি।

বার্ষিক প্রতিবেদেন পেন্টগন সোমবার বলেছে, রাজনৈতিক সম্পর্ক উন্নতি না করে চীন, তাইওয়ানে সামরিক শক্তি বাড়াচ্ছে। এতে দুদেশের মধ্যে সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হচ্ছে।

গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার অস্ত্রের প্যাকেজ দিয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট মাও ইয়াং জু ক্ষমতায় আসার পর দুদেশের সম্পর্কের উন্নতি ঘটে। মাও বলেছেন তাইওয়ান কখনোই চীনের সঙ্গে অস্ত্র খেলোয় মেতে উঠবেনা।

বাংলাদেশ সময়: ১২১০ঘণ্টা,আগস্ট ১৭,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।