ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সব বেসরকারি নিরাপত্তা সংস্থা অকার্যকর করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
আফগানিস্তানে সব বেসরকারি নিরাপত্তা সংস্থা অকার্যকর করার নির্দেশ

কাবুল: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই চার মাসের মধ্যে দেশের সব বেসরকারি নিরাপত্তা সংস্থা অকার্যকর করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এক সরকারি নির্দেশ থেকে একথা জানা গেছে।

সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে একথা নিশ্চিত করা হয়। খবর এএফপি’র।

এ হিসেবে ২০১১ সালের ১ জানুয়ারির মধ্যে সংস্থাগুলোকে অকার্যকর করতে হবে।

আফগানিস্তানে ৫০টিরও বেশি নিরাপত্তা সংস্থায় ৪০ হাজারেরও বেশি সশস্ত্র সেনা কর্মরত আছেন। যাদের অর্ধেকই আফগান।

আদেশে কারজাই বলেন, ‘আমি চার মাসের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সব বেসরকারি সংস্থাগুলো অকার্যকার করার বিষয়ে সম্মতি দিয়েছি। ’

আদেশে আরও বলা হয়, ‘মূলত জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অব্যবস্থাপনাসহ অস্ত্র ও বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সেনা ইউনিফর্ম ও যন্ত্রপাতির অপব্যবহার রোধ করাই এ সিদ্ধান্তের প্রধান কারণ। ’

এছাড়া কর্মচারীদের ভিসা বাতিলের আগে আফগানিস্তানের সরকারি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক এসব নিরাপত্তা সংস্থাগুলোর অস্ত্রসহ অন্যান্য যন্ত্রাদি কেনার নির্দেশ দেওয়া হয়। যেকোনো অনিবন্ধিত সংস্থাগুলোর অস্ত্র ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার ক্ষমতাও দেওয়া হয়।

তবে যোগ্য কর্মচারীদের দেশটির পুলিশ বাহিনীতে যোগদানের সুযোগ রাখা হয়েছে আদেশে।

এদিকে এ সময়সীমাকে ‘খুবই চ্যালেঞ্জিং’ উল্লেখ করে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি সাংবাদিকদের বলেন, ‘দেখি আমরা কি করতে পারি। চার মাস খুবই চ্যালেঞ্জিং সময়। ভালভাবে বিষয়টি বোঝার জন্য ওয়াশিংটন আদেশটি বিশ্লেষণের পরিকল্পনা করেছে। ’

কিন্তু, এসব নিরাপত্তা সংস্থাগুলোর মত কাজ করাসহ এখাতে বিনিয়োগ করা সম্পদ সেনা ও পুলিশদের প্রশিক্ষণের কাজে লাগানো সম্ভব বলে কারজাই প্রায়ই অভিযোগ করে থাকেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।