ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুই লেবাননির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুই লেবাননির মৃত্যুদণ্ড

বৈরুত: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুই লেবাননিকে মৃত্যুদণ্ডা দিয়েছেন দেশটির একটি সেনা আদালত। লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা এনএনএ বুধবার একথা জানায়।



ওসামা আলী বেরি ও পলাতক সালিম আতমেহকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার বিচারক নিজার খলিল এ রায় দেন।

ইসরায়েল ও লেবাননের গেরিলা বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ২০০৬ সালে যুদ্ধ চলাকালে অভিযুক্ত ওই দুব্যক্তি ইহুদী রাষ্ট্রটির হয়ে গুপ্তচরবৃত্তি করছিলো বলে অভিযোগ করা হয়।

এসময় উভয়ই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে লেবাননবাসী এবং হিজবুল্লাহর সেনা চৌকি বিষয়ক তথ্য দেওয়ার প্রস্তাব দেয় বলে বার্তাসংস্থা সিনহুয়া জানায়।

একইসঙ্গে ‘শত্রুর ভূখন্ডে প্রবেশের অপরাধে’ বেরি ও আতমেহ অভিযুক্ত হন।

উল্লেখ্য, বিচার মন্ত্রণালয়ের মতে ১৫০ জনেরও বেশি গুপ্তচর বর্তমানে ইসরায়েলের হয়ে কাজ করছে। গুপ্তচর বৃত্তির দায়ে ২০০৯ সাল থেকে লেবাননে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে এ পর্যন্ত পাঁচজনকে মৃত্যুদণ্ডা দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।