ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

সিউল: যুদ্ধজাহাজর ডুবির ঘটনায় উত্তেজনায় মুহুর্তে উত্তর কোরিয়া নাটকীয়ভাবে অর্থনৈতিক সম্পর্ক গঠনের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। একটি সংবাদপত্রের প্রতিবেদনে বুধবার এ কথা জানায়।




ডং এ ইলবো পত্রিকা নাম প্রকাশ না করে উর্ধ্বতন কর্মকর্তার উদৃতি দিয়ে জানায়, উত্তর কোরিয়া গত মাসে দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব করে। কিন্তু দক্ষিণ কোরিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে।
 
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানান, ‘উত্তর কোরিয়া যুদ্ধ জাহাজ ডুবিয়ে আমাদের  আলোচনার প্রস্তাব করেছে।


তিনি জানান, উত্তর কোরিয়া একই সঙ্গে নমনীয় ও হুমকি দুই নীতি অবলম্বন করছে। একদিকে তারা হামলা করছে, অন্যদিকে তারা আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে।

তবে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশমন্ত্রণালয় প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে।


সিউল এবং পিয়ং ইয়ং গত মার্চ থেকে যুদ্ধের ভাষায় কথা বলছে। একটি যৌথ তদন্তে উত্তর কোরিয়ার ছোঁড়া গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার পর দু দেশের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজ করছে।

দুই রাষ্ট্রের মধ্যে ২০০০ সালে প্রথম ও ২০০৭ সালে দ্বিতীয় দফা সম্মেলন অনুষ্ঠিত হয়।     

বাংলাদেশ সময়: ১৭৪৫ঘণ্টা, আগস্ট ১৮,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।