ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের উত্তরখণ্ডে বিদ্যালয় ভবন ধসে ১৮ ছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
ভারতের উত্তরখণ্ডে বিদ্যালয় ভবন ধসে ১৮ ছাত্র নিহত

দেহরাদুন: ভারতের উত্তরখণ্ড রাজ্যে বুধবার বিদ্যালয় ভবন ধসে ১৮ ছাত্র নিহত হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতের এ ঘটনা ঘটেছে।

দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।

উত্তরখণ্ড রাজ্যের বাগেশ্বরর জেলার কাপকট শহরের সরস্বতি শিশুমন্দির বিদ্যালয়ের কাস চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

বাগেশ্বর থেকে একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ফোনে বার্তাসংস্থা আইএএনএসকে জানান, “ভবন ধসের সময় শ্রেণীকে ২৪ জন ছাত্র ছিলো। বাকি ৬ জন ছাত্রকে উদ্ধার করা হয়েছে। ”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের ভবনটি বেশ পুরনো। এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এটি ধসে পড়ে। এই বৃষ্টিপাতের ফলে আশপাশের অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।

ওই কর্মকর্তা বলেন, “উদ্ধারকারী দল এরইমধ্যে কাজে নেমে পড়েছে। তারা ধ্বংসস্তুপ থেকে সবগুলো মৃতদেহ বের করেছে। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।