ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাক থেকে শেষ কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
ইরাক থেকে শেষ কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: ইরাকে থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ কমব্যাট ব্রিগেডটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাড়ে সাত বছর পর কুয়েত সীমান্ত দিয়ে দলটি প্রত্যাহার করে নেওয়া হলো।



কমব্যাট ব্রিগেড প্রত্যাহারের এ খবর বুধবার ওয়াশিংটন পোস্ট, সিএনএন, এমএসএনবিসিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয়।

টেলিভিশন চিত্রে দেখা গেছে একজন প্রতিবেদক চতুর্থ স্টিকার ব্রিগেডের সঙ্গে যাচ্ছে। দ্বিতীয় পদাতিক বাহিনী সীমান্ত অতিক্রম করে কুয়েত সীমান্তে প্রবেশ করে অবশিষ্ট বাহিনীর জন্য অপেক্ষা করছে।     

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এবাহিনী প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের ৫৬ হাজার সেনা ইরাকে থাকবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে কমব্যাট অভিযান বন্ধের ঘোষণা দিয়েছেন। ৩১ আগস্টের পর শুধুমাত্র ইরাক সেনাদের প্রশিক্ষন ও পরামর্শ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সেনা থাকবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।