ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার জেলে নৌকা আটক করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
দক্ষিণ কোরিয়ার জেলে নৌকা আটক করেছে উত্তর কোরিয়া

সিউল: উত্তর কোরিয়ার বানিজ্য এলাকায় প্রবেশের অভিযোগে দক্ষিণ কোরিয়ার একটি জেলে নৌকাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানানো হয়।




উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা জানায়, ‘গত ৮ আগস্ট তারা নৌকাটিকে আটক করে। ’

সংবাদ সংস্থাটি আরও জানায়, জাপান সাগরে উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক এলাকার ভেতরে দক্ষিণ কোরিয়ার একটি নৌকাকে মাছ ধরার সময় আটক করেছে তাদের নৌবাহিনী। প্রাথমিক অনুসন্ধানে জানাগেছে, মাছধরা নৌকায় ৪ জন দক্ষিণ কোরীয় এবং ৩ জন চীনের নাগরিক ছিলেন। তবে তাদের বিষয়ে অনুসন্ধান এখনও চলছে।

মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার জব্দ করা ৪১-টনের জেলে নৌকাটিকে ডুবিয়ে দিলে ৪৬ জন নিহত হয়। ফলে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান দ্বন্দের আরো অবনতি ঘটে।

দক্ষিণ কোরিয়ার কোষ্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া ঘোষিত জাপান সাগরে বিশেষ অর্থনৈতিক এলাকায় প্রবেশের কারণে জেলে নৌকাটিকে তারা আটক করেছে।   নৌকা ও জেলেদের ছাড়িয়ে নেওয়ার জন্য উত্তর কোরিয়া কাছে আন্তর্জাতিক আইনানুসারে সুপারিশ করা হচ্ছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।