ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের প্রথম পরমাণু কেন্দ্র চালু হচ্ছে শনিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
ইরানের প্রথম পরমাণু কেন্দ্র চালু হচ্ছে শনিবার

তেহরান: অবশেষে শনিবার ইরানে প্রথম পরমাণু কেন্দ্র চালু করতে যাচ্ছে। কয়েক দশক বন্ধ থাকার পর এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমানু কেন্দ্রটি চালু হচ্ছে।



ইরানের পরমাণু প্রধান আলী আকবর সালেহি গত সপ্তাহে বলেছেন, ‘রাশিয়ার সরবরাহ করা জ্বালানী পরমানু কেন্দ্রের ভবনে স্থানান্তর করা হবে। ’

ইরানের  দক্ষিণাঞ্চলে বুশহের পরমাণু কেন্দ্রটি অবস্থিত।

সালেহি আরও বলেন, ৫ সেপ্টেম্বরের মধ্যে জ্বালানী স্থানান্তর সম্ভব হবে এবং ২ সপ্তাহ পরে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৫০ শতাংশ বেরে যাবে। ওই বিদ্যুত জাতীয় গ্রীডে যোগ হবে।

বিদ্যুতের সর্বোচ্চ পর্যায়ে পৌছাঁতে ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে বলে জানান সালেহি।

এদিকে , পশ্চিমা বিশ্বের বিশ্বাস ইরান পরমাণু কর্মসূচির মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করবে । তবে ইরান বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান বলছে , শান্তিপূর্ণ কাজে ২০ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেই তাদের ওই পরমাণু কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।