ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট মাদকাসক্তের দায়ে আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট মাদকাসক্তের দায়ে আটক

লা পাজ: কোকেন সেবন করে ‘অশ্লিল’ আচরণ করায়, প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট অবসর প্রাপ্ত জেনারেল জুয়ান পেরেডা আসবানকে (৭৯) আটক করা হয়েছে। বুধবার তাঁর আইনজীবী একথা জানান।



আইনজীবী ফ্রান্সিসকা রিভারো পিএটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে জানান, মঙ্গলবার আটক করার সময়, ‘পেরেডার কথা অসংলগ্ন এবং শারিরিক ভাবে অক্ষম ছিলেন’।

রিভারো বলেন, গবেষণাগারে পরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট পেরেডা আসবান কোকেন আশক্ত ছিলেন।

পুলিশ পেরেডার গাড়িতে তল্লাশী চালিয়ে এক প্যাকেট সিগারেট পেয়েছে। পরীক্ষার পর দেখা গেছে সিগারেটের মধ্যে মাদক রয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট পেরেডা মাত্র ৪ মাস বলিভিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।