ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঝুলন্ত পার্লামেন্টের দিকে ঝুঁকছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
ঝুলন্ত পার্লামেন্টের দিকে ঝুঁকছে অস্ট্রেলিয়া

সিডনি: অস্ট্রেলিয়া ৭০ বছরের মধ্যে প্রথম ঝুলন্ত পার্লামেন্টের দিকে ঝুঁকছে। শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল গণনায়  দেখা গেছে কোন দলই একক সংখ্যাগরিষ্টতা পাচ্ছে না।

রাজনৈতিক দলের কার্যালয়ের সূত্রে এ কথা জানাগেছে।

বিবিসি অনলঅইন সূত্রে জানাগেছে দুই তৃতীয়াংশ ভোট গণনা শেষ। নির্বাচন বিশেষজ্ঞ অ্যান্থনি গ্রিন জানান, ফলাফল নিশ্চিত ঝুলন্ত পার্লামেন্টর দিকেই যাচ্ছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন এবিসিকে জানায়, সরকারি ও বিরোধী কোন দলই একক সংখ্যাগরিষ্টতার জন্য ৭৬টি আসনে জয়ী হতে পারছে না।

সংসদের নিম্ন কক্ষে ১৫০টি আসন রয়েছে।


 ১৯৪০ সালে অস্ট্রেলিয়ায় প্রথম ঝুলন্ত পার্লামেন্ট গঠন হয়।


উভয় দলের কার্যালয় থেকেও বলা হচ্ছে ফলাফল ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে।

বাংলাদেশ সময় ১৯১০ঘণ্টা, আগস্ট ২১,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।