ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে ৬ টি ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
তাইওয়ানে ৬ টি ভূমিকম্পের আঘাত

তাইপেই: তাইওয়ানের পূর্ব উপকূলে রোববার সকালে ছয়টি  ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে একবার রিখটার স্কেলে ৫দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রয়েছে।

তবে এখনও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবে সুনামির আশঙ্কা নেই বলে কর্তৃপক্ষ জানায়।

৫দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হাসিলিন গ্রাম থেকে ৩৫ কিলোমিটার  দণি-পূর্বাঞ্চলে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫দশমিক ৪ কিলোমিটার গভীরে।

ইলান শহরে অন্য শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পে সুনামি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

উল্লেখ্য,১৯৯৯ সালে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে ২৪ হাজার  মানুষ নিহত হয়।
এ সংখ্যা দ্বীপপুঞ্জে প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাসে সব চেয়ে বেশি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।