ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে সংঘর্ষে ৬ জন আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

শ্রীনগর: কাশ্মিরের রাজধানী শ্রীনগরে রোববার পুলিশের ছোঁড়া কাঁদানি গ্যাসের সেলের আঘাতে ৬ জন আহত হয়েছে।

পুলিশের ভাষ্য মতে, কাশ্মিরের মুসলমানরা বিক্ষোভ করছিল এসময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে।

পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। এসময় কাঁদানি গ্যাসের সেলের আঘাতে ছয় জন আহত হয়।

চিকিৎসকরা জানান আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারত বিরোধী বিক্ষোভে কাশ্মিরে গত দুই মাসে ৬০ জনের মৃত্যু হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে বেড়িয়ে আসা মুসলমানদের ওপর পুলিশ ওই হামলা করে। সেখানে কোনো পাথর ছিল না।

বাংলাদেশ সময় ১৭১০ঘণ্টা, আগস্ট ২২,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।