ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ জঙ্গি নিহত

আদেন: ইয়েমেনের আবিয়ান প্রদেশে লোদের শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রোববার সাত আল কায়েদা জঙ্গি নিহত হয়েছেন।

আল কায়েদাকে আত্মসর্ম্পণ করার সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।


 
আবিয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক মারুনি বলেন, বাকি আল কায়েদা জঙ্গিরা লোদের অঞ্চলের কয়েকটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর তাদের ঘিরে ফেলা হয়।

স্থানীয় একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, রোববার গ্রিনিচ সময় দুপুর ৩টার মধ্যে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য বলা হয়েছিলো।

স্থানীয় সময় বিকেল ৫ টায় সর্বশেষ সংঘর্ষ হয়। সরকারের বেঁধে দেওয়া আত্মসমর্úণের সময় শেষ হওয়ার দুই ঘণ্টা পর এই হামলা চালানো হয়। এর দুই দিন আগে শুক্রবার লোদের শহরে সেনাবাহিনী ও আল কায়েদার মধ্যে লড়াইয়ে ২১ জন নিহত হয়।

উল্লেখ্য, ইয়েমেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের পূর্বপুরুষের পিতৃভূমি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।