ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বিমান বিধ্বস্ত: ১৪ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
নেপালে বিমান বিধ্বস্ত: ১৪ আরোহীর সবাই নিহত

কাঠমাণ্ডু: রাখি বন্ধন উৎসবের দিন মঙ্গলবার নেপালে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। এই দিনে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করে ও তাদের হাতে রাখি বেঁধে দেয়।



রাজধানী কাঠমাণ্ডুর লুকলা অঞ্চলের শিখরপুর গ্রামে সকাল সাড়ে ৭টায় দুর্ঘটনাটি ঘটে।

অগ্নি এয়ার নামের ওই বেসরকারি বিমানটি পর্যটক বহন করছিলো। নিহতদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের, একজন আয়ারল্যান্ডের ও একজন জাপানের পর্যটক রয়েছেন। বাকি তিন জন বিমানের ক্রু।

প্রত্যদর্শী জ্ঞান কুমার ঠাকুর জানান, একটি বিদ্যালয়ের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে আগুন দেখা যায়। এরপর এটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে।

তিনি বলেন, “গত রাতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ”

পুলিশের মুখপাত্র বিজ্ঞান রাজ শর্মা বলেন, বিমানটি নেপালের উত্তরাঞ্চলে লুকলার দিকে যাচ্ছিলো। লুকলা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট এর প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।