ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে পাহাড় থেকে সৈকতে বাস, নিহত ৩৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
পেরুতে পাহাড় থেকে সৈকতে বাস, নিহত ৩৬ পেরুতে পাহাড় থেকে সৈকতে বাস, নিহত ২৫

পেরুর পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী একটি বাস সৈকতে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

বাসটি ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিলো। দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে গিয়ে পড়ে যায়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেখানকার পরিবহন কর্মকর্তারা।

মঙ্গলবার ( ৩ জানুয়ারি) রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি ৫০ জন যাত্রী বহন করছিলো। এর মধ্যে মাত্র পাঁচজন যাত্রী বেঁচে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। পেরুতে প্রশান্ত মহাসাগরীয় ওই সড়কটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে।

প্রাথমিক প্রতিবেদনে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলা হলেও পেরু পরিবহন প্রধান ডিনো এসকুডেরো ৩৬ জন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।