ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আসিয়ানের সহযোগিতা বাড়ানো প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
সন্ত্রাসবাদের বিরুদ্ধে আসিয়ানের সহযোগিতা বাড়ানো প্রয়োজন

দানাং: ফিলিপাইনের বাস ছিনতাইয়ের মত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন। আঞ্চলিক জোটের প্রধান বুধবার একথা জানান।

খবর এএফপি’র।

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশসনের (আসিয়ান) সেক্রেটারি জেনারেল সুরিন পিতসুয়ান বলেন, ‘আমার মতে এখনও আরও সহযোগিতা ও বিনিময়ের অনেক সুযোগ আছে। ’

ম্যানিলায় সোমবার সংঘটিত ঘটনায় তার উদ্বেগ বিষয়ে আসিয়ান বৈঠকের বাইরে তিনি এ মন্তব্য করেন।

পুলিশের এ ঘটনা মোকাবেলার বিষয়ে কোনো উদাহরণ না দিলেও সাধারণভাবে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ বা নিরাপত্তা হুমকি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরামর্শ করা প্রয়োজন। ’   

উল্লেখ্য, ফিলিপাইনের এ ঘটনায় হংকং এর আটজন পর্যটক নিহত হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।