ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের বিরুদ্ধে লেখা বই জব্দ করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০
পুতিনের বিরুদ্ধে লেখা বই জব্দ করেছে পুলিশ

মস্কো: রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে লেখা বিরোধী দলের নেতার হাজার হাজার কপি বই জব্দ করেছে পুলিশ। বুধবার বিরোধী দল থেকে এ কথা জানানো হয়।



বিরোধী দলের নেতা বরিস নেমস্তোভির লেখা বইটির নাম ‘পুতিন: দ্যা টোল, টেন ইয়ার্স’।

সোলিডারিটি দলের মহিলা মুখপাত্র ওলগা সোরিনা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স’কে বলেন, ‘আমরা বইগুলো ট্রেনে পাঠিয়েছিলাম। মুরমানস্ক শহরের উত্তরাঞ্চলে গাড়িতে তোলার সময় পুলিশ বইগুলো জব্দ করে। ’

সোরিনা আরও বলেন, ‘যে দুইজন ট্রেন থেকে বইগুলো নামাচ্ছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। ’

এদিকে , পুলিশ বইটিকে একটি চরমপন্থী সাহিত্য বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, নেমস্তোভি ১৯৯৭-১৯৯৮ সালে বরিস ইয়েলৎসিন সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।