ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, জুন ৭, ২০১৮
বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৮ বাগদাদে বোমা বিস্ফোরণ

ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯০ জনেরও বেশি।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র জানান, বারুদ বিস্ফোরণের কারণে ঘটনাটি ঘটেছে। দেশটির নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মসজিদে বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। বিস্ফোরকটি মসজিদ থেকে পাশে রাখা একটি গাড়িতে নেওয়ার সময় বিস্ফোরিত হয়।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন একজন মন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এই বিস্ফোরণ বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।