ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমায় ২২ বছর পর মুক্তি পেলেন সেই নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১৮
ট্রাম্পের ক্ষমায় ২২ বছর পর মুক্তি পেলেন সেই নারী ছবি: সংগৃহীত

ঢাকা: মাদক সংক্রান্ত অহিংস মামলায় কারাগারে থাকা যুক্তরাষ্ট্রের সেই নারী এলিস জনসন ২২ বছর পর মুক্তি পেয়েছেন।

বুধবার (০৬ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণায় তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে ১৯৯৬ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল।

পরে ৬৩ বছর বয়সী ওই নারীর মুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন দেশটির জনপ্রিয় মডেল কিম কারদাশিয়ান।

প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউস বলেছে, গত দুই দশকের বেশি সময়ের মধ্যে জনসন একজন আদর্শ বন্দি ছিলেন। তিনি তার পুনর্বাসনের জন্য কঠোর পরিশ্রম করতেন। এছাড়া অন্য বন্দিদের পরামর্শক হিসেবে কাজ করতেন তিনি। সেইসঙ্গে জনসন তার আগের আচরণের সকল দায়ভার গ্রহণ করেছেন।

এতে আরও বলা হয়, প্রশাসন অপরাধের জন্য অনমনীয়তায় বিশ্বাস করে। একইভাবে কারাবাসীদের দ্বিতীয় সুযোগ দেওয়াতেও বিশ্বাস করে, যারা প্রতিনিয়ত নিজেদের ভালোর জন্য চেষ্টা করেন।

এদিকে, মডেল কিম কারদাশিয়ান তার টুইটে বলেছেন, এলিস জনসনের মুক্তির খবর অনুপ্রেরণামূলক।

জনসনের মুক্তির জন্য একটি ক্যাম্পেইন কর্মসূচিতে অংশগ্রহণ করেন কিম কারদিশিয়ান। পরে চলতি বছরের ৩০ মে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে জনসনের মুক্তির আবেদন করেন কারদাশিয়ান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।