ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প-কিমের বৈঠক ঘিরে মুনের ঘুমহীন রাত

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুন ১২, ২০১৮
ট্রাম্প-কিমের বৈঠক ঘিরে মুনের ঘুমহীন রাত প্রেসিডেন্ট মুন জায়ে-ইন!

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক ঘিরে ঘুমহীন রাত পার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন! দেশটির একটি সংবাদ মাধ্যমকে নিজেই এ তথ্য জানিয়েছেন মুন। ঘুমহীন রাত পার করলেও ট্রাম্প ও কিমের বৈঠকের সাফল্য কামনা করেন তিনি। 

মঙ্গলবার (১২ জুন) দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমকে মুন জানান, তিনি একটি ঘুমহীন রাত পার করেছেন। তিনি আশা করেন ট্রাম্প ও কিমের বৈঠকের মাধ্যমে পারমাণবিক অস্ত্রমুক্ত, শান্তিপূর্ণ যুগের শুরু হবে।

এছাড়াও এই বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নতুন সম্পর্ক তৈরি হবে।  

ট্রাম্প ও কিমের বৈঠকের কারণে দক্ষিণ কোরিয়ার মন্ত্রীপরিষদের সাপ্তাহিক বৈঠক পিছিয়ে দিয়েছেন মুন।

এদিকে করমর্দনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু করেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব নির্ধারিত এই বৈঠকটি সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের কাপেলো হোটেলে অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রাম্প ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

বৈঠকের পর মধ্যাহ্নভোজের বিরতির আগে ট্রাম্প জানান, মধ্যাহ্নভোজের পর  একটি বিষয়ে তাদের মধ্যে সাক্ষর অনুষ্ঠিত হবে। তবে এ সম্পর্কে বিস্তারিত জাননি তিনি।  

আশা করা যাচ্ছে, ট্রাম্প ও কিম পরস্পরকে তাদের দেশে আমন্ত্রণ জানাতে পারেন।

আরও পড়ুন:
ট্রাম্প-কিম বৈঠক: ‘ইতিবাচক সম্পর্ক’ তৈরির ইঙ্গিত
বৈঠকে বসেছেন ট্রাম্প-কিম
গোটা বিশ্বের চোখ ট্রাম্প-কিম সিঙ্গাপুর বৈঠকে

বাংলাদেশ সময়: ১১১০, জুন ১২, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।