ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ইয়ং লিডারস’ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের আয়মান-জাইবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
‘ইয়ং লিডারস’ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের আয়মান-জাইবা আয়মান-জাইবা

বাংলাদেশের আয়মান সাদিক ও জাইবা তাহিয়া ‘কুয়িন’স ইয়ং লিডারস’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। চলতি বছরের ২৬ জুন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের কয়েক হাজার তরুণ প্রার্থীর মধ্য থেকে এ দুই বাংলাদেশি নির্বাচিত হন।

কমনওয়েলথভুক্ত দেশের তরুণদের নিজ সম্প্রদায়ের মানুষের জীবনমান পরিবর্তনের স্বীকৃতির জন্য এ পুরস্কার দেওয়া হয়।

 

২৫ বছর বয়সী আয়মান সাদিক বাংলাদেশের তরুণদের শিক্ষায় প্রবেশযোগ্যতা বাড়ানোর স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার পাচ্ছেন। অপরদিকে ২৭ বছর বয়সী জাইবা তাহিয়া সমাজে লিঙ্গসমতা নিশ্চিতে বিশেষ অবদানের জন্য এ পুরষ্কার পাবেন।

ব্রিটিশ রাজপরিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জেন্ডার সহিংসতা, মানসিক স্বাস্থ্য এবং শিক্ষায় প্রবেশযোগ্যতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্রিটিশ রানীর মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হচ্ছে।

২০১৪ সাল থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।