ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ইন্দোনেশিয়ায় শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার শাওয়ালের চাঁদ। ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়ার ভারত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য আগামী শুক্রবার (১৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশটিতে।

বৃহস্পতিবার (১৪ জুন) ইন্দোনেশিয়ার চাঁদ দেখা কমিটি সংবাদমাধ্যমকে বিষয়টি জানায়।  

অবশ্য ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার (১৬ জুন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখা কমিটিও বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আকাশে চোখ রাখবে। চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে তাদেরও ঈদ উদযাপনের তারিখ নির্ধারণ হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।