ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে নিহত ১৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
ভেনেজুয়েলায় গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে নিহত ১৭ এই ক্লাবটিতেই পদদলিত হয়ে নিহত হন ১৭ জন (সংগৃহীত ছবি)

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের এক নাইটক্লাবে গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।  

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টোর রেভেরোল বলেছেন, নাইটক্লাবে পার্টির সময় মারামারি শুরু হয়। এসময় টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

এসময় বের হতে গিয়ে পদদলিত হয়ে ১৭ জন নিহত হন।  

তিনি জানান, পার্টিতে কমপক্ষে ৫শ’ জন উপস্থিত ছিলেন।  

এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবটি বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাবের মালিককেও গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।