ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাম পরিবর্তন চুক্তিতে সই করলো গ্রিস-মেসিডোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
নাম পরিবর্তন চুক্তিতে সই করলো গ্রিস-মেসিডোনিয়া চুক্তিতে সই করছেন গ্রিস ও মেসিডোনিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী

মেসিডোনিয়ার নাম পরিবর্তন চুক্তিতে সই করেছেন গ্রিস ও মেসিডোনিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী। রোববার (১৭ জুন) নাম পরিবর্তনের এ চুক্তিতে সই করে দেশ দু’টি। সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্র থেকে মেসিডোনিয়ার নতুন নাম ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র’।

এ চুক্তি সই অনুষ্ঠান হয় মেসিডোনিয়া ও আলবেনিয়া সীমান্তের পাশে উত্তর গ্রিসের প্রেসপাতে। বলকান দেশ দু’টি প্রায় তিন দশক ধরে মেসিডোনিয়ার নাম নিয়ে আলোচনা করছে।

নাম পরিবর্তনের চুক্তি হলেও এখনও উভয় দেশের সংসদের অনুমতি প্রয়োজন। এছাড়াও মেসিডোনিয়ায় একটি গণভোটেরও প্রয়োজন রয়েছে।  

এর আগে শুক্রবার (১৫ জুন) গ্রিস সরকারের কর্মকর্তারা জানান, গ্রিস সরকার ও মেসিডোনিয়া নাম পরিবর্তনের চুক্তিতে সই করবে। চুক্তিতে সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে রাখা হবে ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র’।

গ্রিসের উত্তরের দেশ মেসিডোনিয়া, যা সাবেক যুগোশ্লাভিয়া নামে পরিচিত। দেশটির বিপক্ষে ‘মেসিডোনিয়া’ নাম ব্যবহারের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। গ্রিসের একটি প্রদেশের নামও ‘মেসিডোনিয়া’।

তিন দশক ধরে আলোচনার পর এই চুক্তি সই করলো দেশ দু’টি। চুক্তিতে ‘উত্তর মেসিডোনিয়া’ নাম রাখার পাশাপাশি জাতীয়তা, ভাষা, সীমান্ত, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়গুলো উল্লেখ থাকছে।

১৯৯১ সাল থেকে গ্রিস ও মেসিডোনিয়ার মধ্যে নাম নিয়ে বিতর্ক চলছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।