ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র সংক্রান্ত বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্ত ফেসবুকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
অস্ত্র সংক্রান্ত বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্ত ফেসবুকের প্রতীকী ছবি

অস্ত্র উপকরণ সংক্রান্ত বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অপ্রাপ্তবয়স্কদের জন্য বিজ্ঞাপন নীতিমালা হালনাগাদের এ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

এছাড়াও বন্দুকের খাপ, বন্দুক রাখার বেল্ট প্রভৃতি বিক্রির বিজ্ঞাপনের ওপর অতিরিক্ত শর্তসহ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফেসবুকের নতুন এ বিজ্ঞাপন নীতিমালা ২১ জুন থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন নীতিমালায় অস্ত্র, অস্ত্র উপকরণ, আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন অনুমতি পাবে না।

ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে নতুন নীতিমালায় ক্ষতিগ্রস্ত হতে পারে এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে আলোচনায় বসবে ফেসবুক।  

যুক্তরাষ্ট্রজুড়ে অস্ত্র সংক্রান্ত বির্তকের মধ্যে এমন সিদ্ধান্ত নিলো ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে পার্কল্যান্ড, ফ্লোরিডা ও টেক্সাসের স্কুলগুলোতে অস্ত্র হামলার পর পুরো যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা হয়।  

ফেসবুকের আগে চলতি বছরের মার্চে ইউটিউব কর্তৃপক্ষও অস্ত্র সংক্রান্ত ভিডিও নিষিদ্ধ করে। এছাড়াও এ সংক্রান্ত ওয়েবসাইটের উন্নতিতে সহায়তাও বন্ধ করে। ইউটিউব কর্তৃপক্ষ অস্ত্র সংক্রান্ত ভিডিওগুলো সরিয়েও নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।