ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৮ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের নানগরহর প্রদেশের জালালাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানিসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

রোববার (১৭ জুন) জালালাবাদ শহরে আঞ্চলিক গর্ভনর কার্যালয়ের সামনে এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়।  

একই প্রদেশে ঈদের জমায়েতে আত্মঘাতী বোমা হামলায় সাধারণ মানুষ, সরকারি বাহিনী ও তালেবান সদস্যসহ ৩৬ জন নিহত হওয়ার ঘটনার একদিন পর জালালাবাদে এ আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত কোনো গ্রুপই রোববারের বোমা হামলার দায় স্বীকার দ‍ায় নেয়নি। তবে শনিবারের বোমা হামলা আইএস’র আফগান শাখা চালিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নানগরহর প্রদেশের স্বাস্থ্য পরিচালক নজিবুল্লাহ কামাওয়াল সংবাদ মাধ্যকে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববারের বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে ৪৯ জন।  

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমইউএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।