ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সুইডেনে গুলিতে ৩ যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
সুইডেনে গুলিতে ৩ যুবক নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সুইডেনের একটি ইন্টারনেট ক্যাফেতে গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সোমবার (১৮ জুন) সন্ধ্যায় দক্ষিণ সুইডেনের মালমোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রায় ১৫টি গুলির শব্দ শুনেছেন।

 

এদিকে দেশটির পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংযোগ নেই। আমরা একটি কালো রঙের গাড়ির সন্ধান করছি।

তাদের ধারণা, বন্দুকধারীরা গাড়ি থেকেই গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।