ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ মেহবুবা মুফতি

ঢাকা: বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব মঙ্গলবার (১৯ জুন) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে জম্মু-কাশ্মীর সরকার থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। এরপরেই রাজভবনে গিয়ে গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

রাম মাধব বলেন, ‘জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়েছে। সরকার থেকে সরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না।

সন্ত্রাস, সহিংসতা এবং কট্টরবাদ উপত্যকায় সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকে খর্ব করছিল। ’
 
এদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সংবাদ সম্মেলনে মেহবুবা মুফতি বলেন, ‘আমরা সব সময়ই বলেছি, গায়ের জোর দেখানো নিরাপত্তা নীতি জম্মু-কাশ্মীরে চলবে না, সমন্বয়ই আসল কথা। আলোচনা, সমন্বয় ও বোঝাপড়ার প্রয়াস অব্যাহত থাকবে। কেবল ক্ষমতা দখলের জন্য বিজেপির সঙ্গে হাত মেলানোর উদ্দেশ্য ছিল না। ’
 
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।