ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেপাল ও চীনের আট চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ২০, ২০১৮
নেপাল ও চীনের আট চুক্তি স্বাক্ষর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

ঢাকা: নেপাল ও চীন ২.৪ বিলিয়ন ডলার সমমূল্যের আটটি চুক্তি স্বাক্ষর করেছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির চীন সফরের দ্বিতীয় দিনে এ চুক্তি স্বাক্ষর করে দেশ দুটি।

বুধবার (২০ জুন) দেশ দুটি চীনের নেপাল দূতাবাসে এ চুক্তি স্বাক্ষর করে।  

চুক্তি অনুযায়ী, নেপালের হাউড্রোইলেকট্রিসি, পানি সম্পদ, সিমেন্ট কারখানা, ফল চাষ প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ করবেন চীনের বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (২১ জুন) নেপালের প্রধানমন্ত্রী অলি ও চীনের লি কেপিয়াংয়ের বৈঠকের পর অতিরিক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করবে দেশ দুটি।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পাঁচ দিনের চীন সফরে আছেন। ফ্রেবুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর চীনে এটি তার প্রথম সফর এবং ভারত সফরের পর দ্বিতীয় বিদেশ সফর।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।