ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আততায়ীর গুলিতে ফিলিপাইনের সিটি মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
আততায়ীর গুলিতে ফিলিপাইনের সিটি মেয়র নিহত ফিলিপাইনের নিহত মেয়র। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের তানাউয়ান সিটি মেয়র আন্তোনিও হালিলি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। দেশটিতে মাদকবিরোধী কার্যক্রমের জন্য তিনি বেশ আলোচিত ছিলেন।

সোমবার (২ জুলাই) তানাউয়ান সিটি হলের পতাকা উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুপার রেনাতো মারকাদো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, আততায়ীর গুলিতে তানাউয়ান সিটি মেয়র খুন হয়েছেন।

আততায়ীর একটি গুলি তার বুকে লাগে।

‘একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই ছুটোছুটি শুরু করে। এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ’ 

ওই পুলিশ কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজে দেখা যায়, সিটি মেয়র হালিলি সরকারি কর্মকর্তাদের পাশে দাড়িয়ে পতাকা উত্তোলন করছেন। এসময় জাতীয় সংগীত পরিবেশিত হচ্ছিল। এর মধ্যেই আকস্মিক গুলির ঘটনা ঘটে। তবে ভিডিও ফুটেজে বন্দুকধারী আততায়ীকে দেখা যায়নি।

সরকারি কর্মকর্তা গেরি লারেসমা ভিডিও চিত্রটি ধারণ করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপরাধ বিরোধী কার্যক্রমের জন্য হালিলিকে এর আগে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল।  

দেশটির জাতীয় পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফিলিপাইন প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রকি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, হালিলির সঙ্গে দুর্তাতের ঘনিষ্ঠতা ছিলো। এ ঘটনার বিচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।